নাটোরে মিনিট্রাক-রিকশাভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। আজ শুক্রবার সকালে দক্ষিণ লালপুর এলাকার ঈশ্বরদী-লালপুর সড়কে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জ জেলার জিল্লুর রহমান (৫৫), জহুরুল ইসলাম (৫০), রঞ্জু (২৫) ও লালপুরের আমিরুল ইসলাম (৫০)।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজলোর দক্ষিণ লালপুর এলাকায় ঈশ্বরদী-লালপুর সড়কে ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মিনিট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো আটজন।
দুর্ঘটনায় আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর।