বরগুনায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দেলোয়ার
‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই’ বাক্যটিকে বাস্তব রূপ দিলেন বরগুনার দেলোয়ার হোসেন। সব গুঞ্জনকে মিথ্যা বানিয়ে বরগুনা জেলা পরিষদ নির্বাচনে তিনিই পেলেন আওয়ামী লীগের মনোনয়ন।
দেলোয়ার হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারে নতুন এই বাঁক বরগুনায় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন স্থানীয় অনেকে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন দেলোয়ার। পরে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।
তৎকালীন উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। সে সময় সারা দেশে বেশির ভাগ আসন জিতে সরকার গঠন করে বিএনপি-জামায়াত জোট সরকার।
২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে আবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন দেলোয়ার। সে সময় ৮৪ হাজার ভোট পেয়েও পরাজিত হন তিনি। সেই থেকে এখন পর্যন্ত বরগুনা জেলা আওয়ামী লীগের বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত দেলোয়ার।
উনসত্তরের গণ অভ্যুথানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে স্কুল জীবনেই রাজনীতির হাতে খড়ি সংগ্রামী নেতা মো. দেলোয়ার হোসেনের। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর একটানা বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।