মাদারীপুরে বোনের স্বামীকে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/21/photo-1432221923.jpg)
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে ছোট বোনের স্বামীকে হত্যা করেছে এক ব্যক্তি। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত আলামিয়া ফকিরের (৫০) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামের মৃত হোসেন মোল্লার স্ত্রী আজেদননেছা কয়েক বছর আগে মেয়ে নাজমা বেগম ও জামাতা আলামিয়া ফকিরকে ঘর তোলার জন্য পাঁচ কাঠা জমি দেন। তবে নাজমার ভাই তারা মিয়া এ নিয়ে প্রায়ই ছোট বোনজামাই আলামিয়ার সাথে ঝগড়া করতেন।
গতকাল গভীর রাতে মাদকে আসক্ত হয়ে তারা মিয়া বোনের ঘরে এসে টাকা দাবি করে এবং জমি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মিয়া কাঠের লাঠি দিয়ে আলামিয়া ফকিরের মাথায় এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃতু হয়।
ঘটনার পর থেকে তারা মিয়া পলাতক রয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।