মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামি গ্রেপ্তার

মহেশখালীতে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন আসামিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আজ বিকেলে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি দল মহেশখালীতে অভিযান চালায়।
এ সময় তিন আসামি মহেশখালীর পৌর এলাকার মৌলভী ওসমান গনি, বড় মহেশখালীর জিন্নাত আলী ও ছোট মহেশখালীর নুরুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, হত্যা, নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে। তাঁরা যুদ্ধকালীন শান্তি কমিটির সভাপতি মৌলভী জাকারিয়ার ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য রশিদ মিয়ার সহযোগী ছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২। এ নির্দেশ পেয়েই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই মামলায় আটক হন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য রশিদ মিয়া ও কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এলডিপি নেতা সালামত উল্লাহ খান।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ২-এ আসামিদের বিরুদ্ধে তদন্ত করে ২৫ জুলাইয়ের আগে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শককে আদেশ দেন। আইনজীবী তাপস বলেন, কক্সবাজার জেলায় ৭০ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে। এদের মধ্যে ৩১ জন মারা গেছেন।