কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যায় দুজনের যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/27/photo-1480238955.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু অপহরণ ও হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন জিয়াউর রহমান জিয়া ও কামরুল ইসলাম। তাঁদের মধ্যে জিয়া আদালতে উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম পলাতক।
জিয়া দৌলতপুরের কোদালিয়া গ্রামের রিয়াদ আলীর ছেলে। পলাতক কামরুল ইসলাম একই গ্রামের আলী মালিথার ছেলে।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৮ এপ্রিল বিকেলে পল্লী চিকিৎসক কামরুল ইসলাম কেতু গ্রামের জনৈক আজিমুলকে চিকিৎসা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে অপহরণ করা হয়। পরে রাতে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক আজ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।