জয়পুরহাটে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/28/photo-1480305983.jpg)
অস্ত্রসহ আটক বুদু ইসলাম ওরফে বুলু। ছবি : এনটিভি
জয়পুরহাট শহরের দেবীপুর মহল্লা থেকে একাধিক অস্ত্র মামলার আসামি বুদু ইসলাম ওরফে বুলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার রাতে শহরে বুলুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, শহরের দেবীপুর মহল্লায় অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে গতকাল রাতে র্যাব সদস্যরা ওই মহল্লার বুলুর বাড়িতে অভিযান চালান। ওই সময় বুলু ইসলামকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
বুলুর বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে নিশ্চিত করেন মেজর হাসান।