গোয়ালন্দে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চরকাচরোন্দপুর গ্রামে মঙ্গলবার রাতে পাঁচ মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন রাজু সরদার (২৮), জসিম শেখ (২৫) ও সাগর শেখ (১৯)। তাঁদের বাড়ি গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী ও ট্যাংরাপাড়া গ্রামে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ।