দোষী হলে রাজনীতিতে নয়, জায়গা কারাগারে : ইনু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/02/photo-1480678481.jpg)
বিএনপি নেতাদের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আইন আইনের গতিতে চলবে। বিএনপি নেতা ও কর্মীরা যদি নির্দোষ প্রমাণ হয় ভালো, নির্দোষ প্রমাণ না হলে রাজনীতিতে এসব অপরাধীদের জায়গা নেই। তাদের জায়গা কারাগারে।’
আজ শুক্রবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের পরিচালনা পরিষদের বৈঠকে যোগ দেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেতাদের নামে যেসব মামলা আছে এবং যেগুলো বিচারাধীন মামলা আছে সে মামলা যখন বিচারের সম্মুখীন করা হচ্ছে তখনই খালেদা জিয়া, ফখরুল সাহেবরা জোরেশোরে শোরগোল করার চেষ্টা করছেন।’
এ সময় কলেজের অধ্যক্ষ শফিউল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী ও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন।