অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক ঘণ্টা ধরে ডাকাতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/03/photo-1480751532.jpg)
মৌলভীবাজার শহরে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের দ্বারক এলাকায় ফিলিং স্টেশন ব্যবসায়ী ফারুক আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী ফারুক আহমেদ জানান, রাত সোয়া ৩টার দিকে ডাকাত দল প্রথমে তাঁর বাসার নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে। এর পর বাসার দক্ষিণ দিকের জানালার লোহার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে তারা। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে একে একে তাঁর স্ত্রী, কাজের মেয়ে, মেয়ে, তিনিসহ সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে কয়েক ঘণ্টা ধরে তারা ঘরের বিভিন্ন কক্ষে লুটপাট করে। এ সময় তারা আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি সোনার গয়না, পাঁচ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
সাত-আটজনের এই ডাকাত দলের সবার পরনে হাফপ্যান্ট ও মুখে মুখোশ ছিল বলে জানান ফারুক আহমেদ। তাদের প্রত্যেকের হাতে ছিল চায়নিজ কুড়াল ও রামদা। এসব অস্ত্র দিয়েই তাঁরা পরিবারের সদস্যদের ভয় দেখায়।
খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাঁরা।