জয়পুরহাটে হুন্ডির টাকাসহ ব্যবসায়ী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/03/photo-1480782967.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর এলাকা থেকে আজ শনিবার বিকেলে হুন্ডির সাড়ে ১৫ লাখ টাকাসহ পিয়ারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছেন বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।
আটক পিয়ারুল ইসলামের বাড়ি পাঁচবিবির ভারত সীমান্তঘেঁষা চেঁচড়া গ্রামে।
বিজিবির ২০ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন পাঁচবিবি বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল মালেক জানান, পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে হুন্ডির টাকা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বিজিবির সদস্যরা জয়পুরহাট-হিলি পাকা সড়কের ভীমপুর বাস্টস্ট্যান্ডে অবস্থান নিয়ে আগে থেকে ওত পেতে থাকেন। এরই একপর্যায়ে বিকেল ৫টার দিকে আটক পিয়ারুল ইসলাম একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে পাঁচবিবির দিক থেকে দিনাজপুরের হিলি শুল্কবন্দরে যাওয়ার সময় রিকশাভ্যানটি আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করলে পরনের কাপড়ের নিচে সাদা কাপড় দিয়ে শরীরে পেঁচানো অবস্থায় সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা টাকাসহ পিয়ারুল ইসলামকে থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।