নাটোর ছাত্রলীগ নেতার বাবা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন!
নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি খালিদ হাসানের বাবা রওশন আলী পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং বর্তমান কমিটির সদস্য। কিন্তু রওশন আলী কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
আজ বুধবার সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, খালিদ হাসানের বাবা রওশন আলী সিংড়া পৌর জামায়াতের আমির নন। অথচ বিভিন্ন গণমাধ্যমে তাঁকে বর্তমান আমির হিসেবে উল্লেখ করা হয়েছে। আসলে রওশন আলী কখনো জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্তই ছিলেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাউন্সিলরদের ভোটে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন খালিদ হাসান। অথচ তাঁকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
গত শনিবার উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল শেষে সংগঠনের সভাপতি হিসেবে খালিদ হাসানের নাম ঘোষণা করা হয়। খালিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাগ্নে। জামায়াত নেতার ছেলে ছাত্রলীগের সভাপতি হওয়ায় স্থানীয়ভাবে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারাও ক্ষোভ প্রকাশ করে নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি নিয়ে চলতি সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই নিয়ে আজ সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
রওশন আলী কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না- আওয়ামী লীগের এমন দাবি প্রসঙ্গে কথা হয় নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালুজ্জামানের সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে জানান, রওশন আলী সিংড়া পৌর জামায়াতের আমির হিসেবে একসময় দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ওই কমিটির সদস্য হিসেবে আছেন।