জয়পুরহাটে নারী সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/07/photo-1481120386.jpg)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আজ বুধবার জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।