খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/khaagrraachrri.jpg)
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূর্ণমোহন এলাকা থেকে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার ব্যক্তির নাম উপেন্দ্র ত্রিপুরা (৩৪)। সে লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়ার বাসিন্দা।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপেন্দ্র ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্যসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা থেকে উপেন্দ্র ত্রিপুরাকে একটি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা হয়েছে। আসামিকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি জসিম উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একজন সদস্য।