সিলেটে কাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/24/photo-1432478981.jpg)
সিলেট-ঢাকা মহাসড়কে কাল সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
গত ২১ মে চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক শাখার স্টেশন রোডে ভূঁইয়া পেট্রলপাম্প সংলগ্ন স্ট্যান্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর, চালকদের মারধর ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশে লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা হিসেবে না নেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দেয় জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে সিলেট জেলা অটোটেম্পো-অটোরিকশা চালক-শ্রমিক জোট।
গতকাল শনিবার নগরীর স্টেশন রোডের প্রধান কার্যালয়ে অটোরিকশা ইউনিয়নভুক্ত সিলেট-মৌলভীবাজার লাইনভুক্ত প্রতিটি আঞ্চলিক শাখা কমিটির সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া জানান, শ্রমিকদের করা সত্য মামলা পুলিশ রেকর্ড না করে সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করার প্রতিবাদে ধর্মঘটের কর্মসূচির আহ্বান করা হয়েছে। ধর্মঘট চলাকালে চণ্ডিপুল পয়েন্টে মূল সমাবেশের আয়োজন করা হবে। এ ছাড়া সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শাখা কমিটির শ্রমিকরা অবস্থান গ্রহণ করবে।