জয়পুরহাটে ভারতীয় কাপড় জব্দ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/10/photo-1481384169.jpg)
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার রসালপাড়া থেকে আজ শনিবার বিকেলে বিপুল ভারতীয় শাড়ি, থ্রি-পিচ জব্দ করে বিজিবি। ছবি : এনটিভি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিপুল ভারতীয় শাড়ি, থ্রি-পিচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে ক্ষেতলাল পৌর এলাকার রসালপাড়া থেকে এসব কাপড় জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে রসালপাড়া মহল্লায় তুহিন ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় থ্রি-পিচ, প্যান্টের পিচ, শাড়িসহ বিপুল কাপড় জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এসব কাপড় চোরাই পথে ভারত থেকে আনা হয়েছিল। জব্দ করা কাপড়ের মূল্য ৬০ লাখ টাকার অধিক বলে তিনি দাবি করেন।
অভিযানকালে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।