মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে বিএনপি যুদ্ধাপরাধীদের ছাড়বে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/11/photo-1481442742.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে দ্রুত যুদ্ধাপরাধী, রাজাকারদের ত্যাগ করবে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দুঃখ হয়, বাংলাদেশে একটি দল আছে, যারা দাবি করে, তাদের দলের প্রতিষ্ঠাতা নাকি মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু এই দলটি যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে।
হানিফ বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী, পাকিস্তানের দোসর, পৃষ্ঠপোষকসহ হানাদার বাহিনীর সহায়তাকারী যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। এই বিচারকাজ শেষ হলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে।
‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনের মধ্যে আটকে থাকতে পারে না। নাসিক নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে দেশের ভবিষ্যৎ বদল হবে, এমন কথার কোনো যৌক্তিকতা নেই।
নাসিক নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করতে যেকোনো নির্বাচন নিয়ে বিএনপি কোনো একটা উছিলা তুলে ধরে। এ নির্বাচনকে নিয়ে অভিযোগ করার মতো কিছুই নেই। তাই সেনা মোতায়েনের কথা বলছে তারা।