কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/11/photo-1481475906.jpg)
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনে পালিত হয়েছে কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা থেকে বিতাড়িত হয় পাকিস্তানি সেনাবাহিনী।
দিবসটি উপলক্ষে আজ রোববার কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন জেলা প্রশাসক জহির রায়হান। পরে পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দেন। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চূড়ান্ত বিজয় অর্জনের পাঁচদিন আগে কুষ্টিয়ার মানুষ বিজয় নিশান দেখতে পেয়েছিল। কুষ্টিয়া জেলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ৬০ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করে। দুই হাজার মা-বোনের সম্ভ্রমহানি করে।