যশোরে দুই বন্ধুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের ছাত্র ইসমাইল হোসেন (২২) ও তাঁর বন্ধু ওয়েল্ডিং ব্যবসায়ী আল আমিনকে (২৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে মাগুরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, যশোর-মাগুরা সড়কের হুদোর মোড় এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে ইসমাইল ও আল আমিন নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতের দিকে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং দুটি বিদেরি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওসি।
তবে নিহত ইসমাইলের মামা মঞ্জুর রহমান দাবি করেন, তাঁর ভাগ্নের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ‘এটি গণপিটুনির ঘটনা বলে মনে হচ্ছে না। তা ছাড়া আমাদের পরিবারের অবস্থা এমন না যে ছিনতাই করতে হবে।’
ইসমাইলের ছোট ভাই সালাহউদ্দিন সাগর বলেন, তাঁর ভাই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ইনস্টিটিউটের পাশে একটি দোকান নিয়ে সেখানে কম্পিউটারের ব্যবসা করতেন তিনি। পাশেই তাঁর বন্ধু আল আমিনের ওয়েল্ডিংয়ের দোকান আছে। গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেলে দুই বন্ধু বাড়ি থেকে বের হন। এরপর তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে আজ সোমবার দুপুর ১২টার দিকে থানা থেকে ফোন পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের লাশ দেখতে পান তিনি।
এদিকে ঘটনাস্থল হুদোর মোড় সদর উপজেলার ইছালী ইউনিয়নের মধ্যে। এ ইউনিয়নে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এর আগের রাতে দুই বন্ধু হত্যাকাণ্ডের শিকার হলেন। অবশ্য যশোর কোতোয়ালি থানার ওসি বলেছেন, এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই।