এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423396035.jpg)
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালপুরে কর্মরত সাংবাদিকরা।
আজ রোববার বেলা ১১টা থেকে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জামালপুর প্রেসক্লাব, জেলা টেলিভিশন জার্নালিস্ট ইউনিটিসহ জেলায় কর্মরত সব শ্রেণির সাংবাদিক ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক জামান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সময় টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম। বক্তারা অবিলম্বে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।