নাটোরে রাজাকারের নামে সড়ক, ভাঙা হলো ফলক
রাজাকারের নামে নামকরণ করা নাটোর শহরের দুটি সড়কের নামফলক হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুন ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা নামফলক দুটি ভেঙে ফেলেন।
প্রায় দেড় যুগ আগে তৎকালীন পৌর কর্তৃপক্ষ নাটোর শহরের কাচারি সড়কের নামকরণ করে রাজাকার আবদুস সাত্তার খান চৌধুরীর নামে। আর শহরের হরিশপুর এলাকার চেয়ারম্যান রোডের নামকরণ করে রাজাকার কছের উদ্দিনের নামে।
এখন পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাচারি সড়কের নামকরণ করা হয় মুক্তিযোদ্ধা মোতাহার আলী ও চেয়ারম্যান রোডের নামকরণ করা হয় বীরপ্রতীক সোলেমান আলীর নামে।
গত ৬ ডিসেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশনা জারি করেন।