পার্বতীপুরে হোটেলে গলা কেটে হত্যা
দিনাজপুরের পার্বতীপুর পৌরশহরে একটি আবাসিক হোটেলে মোহাম্মদ আলী (৪৪) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে পার্বতীপুর শহরের নতুন বাজার শহীদ মিনার রোডে সাজেদুর মার্কেটের দোতলায় রজনীগন্ধা আবাসিক-হোটেলে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলী বলেন, গত ১৮ মার্চ বলপেন সরবরাহকারী পরিচয় দিয়ে হোটেলের ২০ নম্বর কক্ষে ওঠে মোহাম্মদ আলী। আড়াই মাস ধরে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন। সোমবার রাতে ওই কক্ষ থেকে শব্দ পেয়ে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম নান্নু টহল পুলিশকে খবর দেন। পরে টহল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেলসহ পুলিশের একটি দল ছুটে গিয়ে শ্বাসনালি কাটা ও রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে।
তাৎক্ষণিক মোহাম্মদ আলীকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে মোহাম্মদ আলী মারা যান বলেও জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহমুদ আলী।