‘ইয়াবসেবী’কে গ্রেপ্তারের সময় স্বজনদের ‘হামলা’, এসআই আহত
বরগুনার বামনা উপজেলায় তিন ‘ইয়াবাসেবী’কে গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন এক উপপরিদর্শক (এসআই)।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এসআই খোকনকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও বামনা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই খোকনের নেতৃত্বে কলাগাছিয়া গ্রামের মীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মীর মেহেদী হাসানের ঘর থেকে ১৪টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মশিউর রহমান আকন (৩২) ওরফে জিমি, মেহেদী হাসান (২০) এবং মীর বেল্লাল (২৬) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিন মাদকসেবীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে আসামি জিমির বাবা মতিন আকন (৫৫) ও শাশুড়ি নিলুফা বেগমসহ (৫০) স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই খোকন আহত হন।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে বামনা থানার উপপরিদর্শক মো. খোকন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন মশিউর রহমান আকন ওরফে জিমি (৩২), মেহেদী হাসান (২০), মীর বিল্লাল (২৬), জিমির বাবা মতিন আকন (৫৫), নিলুফা বেগমকে (৫০)
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে বরগুনার কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নিলুফা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।