জয়পুরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/17/photo-1481988293.jpg)
জয়পুরহাটে যাত্রীবাহী বাসে আগুন দেওয়াসহ নাশকতার দুই মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. গোলজার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমি নামক এলাকা থেকে গোলজার হোসেনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এতদিন এই নেতা পলাতক ছিলেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সোয়া ২টার দিকে হিচমি এলাকা থেকে বিশেষ অভিয়ানের মাধ্যমে একাধিক নাশকতার মামলার পলাতক আসামি জেলা বিএনপির নেতা মো. গোলজার হোসেন ওরফে গোলজার কমিশনারকে গ্রেপ্তার করা হয়।
গোলজার হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় সরকার পতনের আন্দোলনের নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচে আগুন দেওয়ার মামলাসহ দুটি নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব ক্যাম্প থেকে আজ বিকেলে তাঁকে জয়পুরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক।