দুই হাজার মোটরসাইকেল নিয়ে বিজয় র্যালি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/17/photo-1481992273.jpg)
এভাবেই প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে আজ শনিবার নোয়াখালীর সোনাইমুড়িতে বিজয় র্যালি করা হয়। ছবি : এনটিভি
ব্যতিক্রমিভাবে বিজয় দিবস পালিত হলো নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
আজ শনিবার সকালে প্রায় দুই হাজার মোটরসাইকেলের এই র্যালি সোনাইমুড়ির বীরশ্রেষ্ঠ রুহুল আমিননগর থেকে শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়কগুলো ঘুরে পৌর এলাকায় এসে শেষ হয় র্যালিটি।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল হোসেন পুরো র্যালির নেতৃত্ব দেন। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।