ভৈরবে মেঘনা-ব্রহ্মপুত্রে অভিযানে ৪১ জাল জব্দ
কিশোরগঞ্জের ভৈরবের মোঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪১টি নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ বুধবার (২৪ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পরে মেঘনা নদীর চন্ডিবেরের পুরাতন ফেরিঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জব্দ করা জাল।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান জানান, মা মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান চালানো হয়। মাছের ডিম ছাড়ার এই মওসুমে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।
ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযানে সহায়তা করেন বলেও জানান মো. মাহবুবুর রহমান।