যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে সরকার চিন্তিত নয় : কৃষিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/25/krishi-montri.jpg)
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি সবার জন্য একটি সতর্কবার্তা বলে মনে করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এটি সবার জন্য সতর্কবার্তা। তবে, এতে সরকার চিন্তিত নয়।’
আজ বৃহস্পতিবার (২৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে এক বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন ড. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।’
গতকাল বুধবার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনপ্রক্রিয়া এগিয়ে নিতে আমি আজকে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করবে।’