ডিএমপি কমিশনার করোনা আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/26/dmp.jpg)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এনটিভির ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে ডিএমপি কমিশনার লেখেন, ‘তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন।’
জানা গেছে, খন্দকার গোলাম ফারুক বাসায় চিকিৎসা নিচ্ছেন। এর আগেও তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।