যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই : ওবায়দুল কাদের
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে বাধাদানকারী এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা না দেওয়ার বিষয়ে একটি নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। খোদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টিনিও ব্লিঙ্কেন এই ঘোষণা দিয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (২৭ মে) রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘কে নিষেধাজ্ঞা দিল বা ভিসা বন্ধ করে দিল- তা নিয়ে শেখ হাসিনার কোনোমাথা ব্যথা নেই। আমাদের সরকারেরও এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। ইতোমধ্যেই গাজীপুরে আমরা এ দৃষ্টান্ত স্থাপন করেছি।’
মন্ত্রী বলেন, ‘নতুন ভিসা নীতিতে আমেরিকা বলেছে- সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদের ভিসা বন্ধ করে দেবে। এখানে আমাদের বিষয়ে কিছুই বলা হয়নি। আমরা তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনই করতে চাই। সর্বশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে আমরা দেখিয়ে দিয়েছি। আগামীতেও আমরা সুষ্ঠু নির্বাচন করব।’
বিএনপির কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ ধানের শীষ চায় না। বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেন।’