নষ্ট মরিচ দিয়ে গুঁড়া তৈরি, ব্যবসায়ীকে জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/30/sirajgonj-photo.jpg)
সিরাজগঞ্জে নষ্ট কাঁচা মরিচ শুকিয়ে মরিচের গুঁড়া তৈরির অভিযোগে ইব্রাহিম মসলা মিলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩০ মে) সকালে সদর উপজেলার চণ্ডীদাসগাতি ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘ঈদকে সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। সকালে সদর উপজেলার চণ্ডীদাসগাতি ও শিয়ালকোল এলাকায় অভিযান চালানো হয়। চণ্ডীদাসগাতি এলাকার ইব্রাহিম মসলা মিলে অভিযান চালিয়ে দেখা যায় তারা ১৫০ কেজি নষ্ট শুকনা মরিচ গুঁড়া করে মসলা করার জন্য রেখেছে। সেই মরিচের ৯৫ ভাগ পচা। পরে সেই মরিচ জব্দ করে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শিয়ালকোল বাজারের বিসমিল্লাহ কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।’
হাসান আল মারুফ আরও বলেন, ‘অভিযান চলাকালে হ্যান্ড মাইকের সাহায্যে বাজারে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে অবহিত ও সচেতন করা হয়েছে। সেই সঙ্গে লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।’