দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায় : সজীব ওয়াজেদ জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/08/joy.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি : এনটিভি
দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার (১০ জুন) রাত ১০টার দিকে সজীব ওয়াজেদ জয় তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায়’।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/11/joy.jpg)
শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে জয় আরও লিখেন, ‘গত ৮ জুন থেকে সারা দেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’