ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে বোনের আত্মহত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/13/bhairab_double_death_pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে মারা যাওয়া ছোট ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বড় বোন। ঘটনাটি ঘটেছে ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লাবাড়ি এলাকায়।
এলাকাবাসী জানায়, শহরের দক্ষিণ চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মিয়ার ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নীরব মোল্লা (১২) গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশের নিচু জমিতে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের জলাশয়ে পড়ে যায়। নীরব জলাশয় থেকে ফুটবল আনতে গেলে পানিতে পড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র ছোট ভাইয়ের মৃত্যুর কথা শুনে বড়বোন নাজা বেগম প্রমি (১৮) বাড়ির ছাদে গিয়ে লাফিয়ে নিচে পড়েন। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে গেলে নাজা বেগমের মৃত্যু হয়। নাজা স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নীরব ও নাজার চাচা মো. নাছির মোল্লা জানান, তার ভাতিজা পানিতে ডুবে মারা যায়। এ খবর পেয়ে ভাতিজি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ জানান, পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আর শিশুটির বড় বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।