সভ্যতার অগ্রগতির জন্য ডিজিটাল সংযুক্তি অপরিহার্য : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আজেকের বিশ্ব সভ্যততায় অগ্রগতির জন্য ডিজিটাল সংযুক্তি অপরিহার্য। এই লক্ষ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমরা উচ্চগতির ব্রডব্যােন্ড সংযোগের আওতায় এনেছি। প্রতিটি গ্রাম উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বাড়ি উচ্চগতির ব্রডব্যায়ন্ড ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে।’
আজ বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকায় বিটিআরসি মিলনায়তনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নবিষয়ক আলোচনা হয়। ওই আলোচনায় মন্ত্রী তার দপ্তর থেকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার শেখ রিয়াজ আহমেদ, এফরএআইয়ের পলিসি অ্যান্ড রেগুলেটরি এক্সপার্ট আনজু মঙ্গল, উইমেন ইন ডিজিটাএলে সিইও নিলা আছিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নোভা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।