সাতকানিয়া মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডে নয়াখালের বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। আজ রোববার (১৮ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ আরাফাত (২৫)।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কারনায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরফাত ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার তুফানি বড়বাড়ির সোনা মিয়ার ছেলে।
আরাফাতের বড় ভাই নাছির মিয়া জানান, শনিবার বিকেলে আরাফাত মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যেতে থাকলে সাথে থাকা তার চাচাতো ভাই শহীদ চিৎকার শুরু করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় তিনঘণ্টা উদ্ধার অভিযান চালালেও তাঁকে উদ্ধার করতে পারেনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কারনায়েন বলেন, বিকেলে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। রাতে অভিযান স্থগিত রেখে আজ রোববার (১৮ জুন) ভোরে চট্টগ্রাম থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে অভিযান শুরুর এক পর্যায়ে আরাফাতের লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা।