প্রকৃত ধার্মিক কখনও জঙ্গিবাদী হতে পারে না : গয়েশ্বর
প্রকৃত ধার্মিক ব্যক্তিরা কখনও মৌলবাদী ও জঙ্গিবাদী হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই। ক্ষমতাসীনরা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে।
আজ রোববার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছে। তাদের রক্ষা করবেন, নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন; চাকরি রক্ষা করবেন, নাকি নিজের সংসার রক্ষা করবেন—সিদ্ধান্ত আপনাদের।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর লুটপাট করে খাবে কয়জন, আমরা বসে বসে তা হতে দেব না।’
বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, ‘জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের কাছে কৈফিয়ত চায়। প্রকৃত ধার্মিক ব্যক্তিরা কখনও মৌলবাদী ও জঙ্গিবাদী হতে পারে না।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। অনেক অত্যাচার করেছেন। আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণ সকল অবিচারের বিরুদ্ধে, আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে।’
মহানগর বিএনপি নেতা মজিবর রহমান মজুর সভাপতিত্বে আবুল খায়ের লিটনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মহানগর নেতা খালিদ হাসান জ্যাকি, আওয়াল আকন, কাবিরুল ইসলাম কাবিল, শফিক আহমেদ ভূঁইয়া, আনাস হাওলাদার প্রমুখ।