দুই ইরানি নাগরিকসহ তিনজনকে ছিনতাইকারী বলে মারধর

বাংলাদেশে ঘুরতে এসে রাজধানীতে মারধরের শিকার হয়েছেন দুই ইরানি নাগরিকসহ তিনজন। পুলিশ বলছে, তাদের ছিনতাইকারী বলে মারধর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দিনগত রাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই বিদেশি নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছিলেন।
পুলিশ জানায়, আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। এ ঘটনার পর অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে দুই ইরানি নাগরিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে ওই দুই নাগরিকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই নাগরিকসহ তিনজনকে ছিনতাইকারী বলে মারধর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।