জাবির পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/21/savar_pic.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শিশুরা হলো আশুলিয়ার ইসলামনগর এলাকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান (১০) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন (৮)।
স্থানীয়রা জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে গোসল করতে নামে ইসলামনগর গ্রামের মারুফ ও রায়হানসহ পাঁচ থেকে ছয় শিশু। এ সময় রায়হান পুকুরে ডুবে গেলে মারুফ তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানালে নিখোঁজ শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু করে তারা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। পরে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়।
পাশের এলাকার অবুঝ শিশুরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেল এবং নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ মন্তব্য করতে রাজি হননি।