বন্যার পানিতে ভেসে যাওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/26/ctg_death.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত প্রবাসী মোহাম্মদ রোমান। ছবি : এনটিভি
চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মোহাম্মদ রোমান নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে শুভপুর জাইল্লাঘাট এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোমান উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার এবায়েদ উল্লাহ খানের ছোট ছেলে।
করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোমান দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। গত শুক্রবার পানির স্রোতে রোমন ভেসে যাওয়ার পর তিন দিন নিখোঁজ থাকেন। আজ তাঁর মরদেহ পাওয়া যায়। করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ উদ্দিন জানান, গত শুক্রবার বন্যার পানিতে ভেসে যান রোমন। এরপর আজ তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে বিশ্বটিলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি দুই সন্তানের জনক।