সুষ্ঠু নির্বাচন না হলে একদলীয় শাসন চিরস্থায়ী হবে : জিএম কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/28/gm-quader.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে একটি দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী হয়ে যাবে। এমন আশঙ্কা করে তিনি আরও বলেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে আবারও এ সরকারই ক্ষমতায় আসবে। তখন দেশে এক দল ও এক নেতার শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে।
রংপুর সার্কিট হাউজে মঙ্গলবার (২৭ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “বর্তমানে বিদেশি চাপ কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে। সবাই মিলেমিশে কিছু করতে পারলে দেশের মানুষ উদ্ধার হবে। তা না হলে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষের হাতে আর রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল এবং তাদের নেতা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে।”
এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, দেশে মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই, মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে দেশের মানুষকে যেকোনো ভাবেই হোক না কেন মুক্ত করতে হবে।
জি এম কাদের আরও বলেন, এ বাজেটে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। বাজেটের পর সাধারণ মানুষের দুরবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরও বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন গতি এবং মানুষের আয় কমা নিয়ে বাজেটে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।