ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) দিবসটি উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এনটিভি ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু।
শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ।
এ সময় বক্তারা বলেন, এনটিভি তাদের ২০ বছরেরও বেশি পথচলায় সংবাদ, বিনোদনসহ প্রতিটি অঙ্গনে তাদের ভিন্ন মাত্রার উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। এনটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে।
পরে কেক কেটে দেশের জনপ্রিয় টেলিভিশন এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মোস্তফা।