ধামরাইতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঢাকার ধামরাইতে পালন করা হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সোমবার (১০ জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সাভার মিডিয়া ক্লাব।
সাভার মিডিয়া ক্লাবের সভাপতি, এনটিভির স্পেশাল করেসপনডেন্ট জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মিরানা জাহান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন—সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা জাহান শিউলি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক নাজমুল হুদা, সাভার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, এশিয়ান টেলিভিশনের সাভার প্রতিনিধি দেওয়ান ইমন, দৈনিক আলোকিত বাংলাদেশের সাভার প্রতিনিধি জাহিন রিয়াজ, আরটিভির স্টাফ রিপোর্টার সুফিয়ান ফারাবী প্রমুখ। এসময় ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান।
এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ২০ বছর পার করল দেশের বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। আওয়ামী লীগ সরকার কর্তৃক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে গণমাধ্যম ক্ষেত্রে স্মরণকালের সবচেয়ে বেশি বিকাশ ঘটেছে। তথ্য প্রযুক্তির এই যুগে টেলিভিশনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ভূমিকা রাখলে চলবে না। সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে এবং দেশজ শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের মানুষের উন্নত মনন গঠনে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানা অপতৎপরতা দমনে জনসচেতনতা সৃষ্টি করতে অবদান রাখতে হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে—এ প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এর মাধ্যমে তারা তুলে ধরছে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে। আমি আশা করি, সাফল্যের এ ধারা অব্যাহত রেখে সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এনটিভি বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে একটি বিশেষ স্থান করে নেবে।’