এনটিভি দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখছে
দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিশিষ্টজনরা এ মন্তব্য করেন।
এনটিভির ২১ বছরে পদার্পণ অনুষ্ঠানে অংশ নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সোমবার (৩ জুলাই) দুপুরে তারা এ মন্তব্য করেন। এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, বিসিআই এর পরিচালক ও হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া, শরীয়তপুরের সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, উঠোন পত্রিকার সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, এনজিও ব্যক্তিত্ব আজারুল ইসলাম, ফজলুল হাদি সাব্বির, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, বিশিষ্ট সাংবাদিক রাজীব খান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সাংবাদিক শেখ সাইফুল ইসলাম ওহিদ, মাহবুব পিয়াল, রাম দত্ত, জাহিদুর রহমান, ননীগোপাল, কাজল ঘোষসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এনটিভি সমাজের দর্পণ হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনেও এনটিভি সমাজের দর্পণ হিসেবেই কাজ করবে বলে জানান। আলোচনা শেষে কেক কেটে এনটিভির ২১তম জন্মদিন পালন করেন অতিথিরা। পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষে মৌসুমী বিভিন্ন ফল ও মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হয়।