শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু
চিত্রনায়ক শাকিব খানের কাছে চাঁদা দাবি ও তাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বুধবার (৫ জুলাই) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা এ অভিযোগ গঠন করেন।
বিষয়টি নিশ্চিত করে শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বলেন, ‘মামলার অভিযোগ গঠন শেষে বিচারক আগামী ৯ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।’
খায়রুল হাসান আইনজীবী বলেন, ‘আসামি রহমত উল্লাহ যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। এর ফলে, আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।’
নথি থেকে জানা গেছে, গত ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
এছাড়া গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলাটি করেন তিনি। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।