কেরানীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরায় অবস্থিত কেরানীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মো. শফিক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. রায়হান খান, সহসভাপতি ও মোহনা টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার কেরানীগঞ্জ প্রতিনিধি মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. আবু জাফর, সিনিয়র সাংবাদিক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
এ সময় দৈনিক সমাচার প্রতিনিধি মিয়া আব্দুল হান্নান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিটন মাহমুদ, ৭১ টেলিভিশনের ঢাকা দক্ষিণ প্রতিনিধি ফারুক আহমেদ, আনন্দ টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি আশিক নূর, বাংলাদেশের খবরের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. এরশাদ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিটিভির তালিকাভুক্ত শিল্পী মো. চান মিয়া, দৈনিক ডেসটিনি পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মো. সোলায়মান, ক্যামেরা পারসন আব্দুল কবির, ইকবাল হোসেন, মোহাম্মদ হোসেনসহ এলাকার বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করে এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।