সাভারে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। সাভারে এ উপলক্ষে আজ শনিবার (৮ জুলাই) সকালে সাভার উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সাভার মিডিয়া ক্লাব।
সাভার মিডিয়া ক্লাবের সভাপতি, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. এনামুর রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, সাভার উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা জাহান শিউলি, সাভার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, এশিয়ান টেলিভিশনের সাভার প্রতিনিধি দেওয়ান ইমন, দৈনিক আলোকিত বাংলাদেশের সাভার প্রতিনিধি জাহিন রিয়াজ, আরটিভির স্টাফ রিপোর্টার সুফিয়ান ফারাবী প্রমুখ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান।
এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ২০ বছর পার করল দেশের বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। নিঃসন্দেহে দুই দশক অতিক্রম করা একটি চ্যানেলের জন্য সাফল্যের মাইলফলক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতাসহ চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। জাতির পিতার আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশে গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন,“আজ বিশ্বে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের যে উত্তরণ, সেই গৌরব অর্জনে গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ সহযাত্রী। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ‘রূপকল্প-২০৪১’বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমাদের এই লক্ষ্য অর্জনে এবং গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় টেলিভিশন চ্যানেল এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয়ে নিজেদের অবস্থান ধারাবাহিকভাবে বজায় রাখবে এনটিভি।এই প্রত্যাশা করি।”
এনটিভির প্রশংসা করে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে—এ প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এর মাধ্যমে তারা তুলে ধরছে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে। আমি আশা করি, সাফল্যের এ ধারা অব্যাহত রেখে সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এনটিভি বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের মাঝে একটি বিশেষ স্থান করে নেবে।’