রংপুর বিভাগীয় পদযাত্রা : দিনাজপুর পৌর বিএনপির প্রস্তুতি সভা
আগামী ১৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা। এ পদযাত্রা সফল করতে দিনাজপুর পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ জুলাই) বিকেলে শহরের জেলরোডে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সহসভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসিব উদ্দীন আহাম্মদ হাশিম সভাপতিত্ব করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুলের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহম্মেদ, সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশাসহ (১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) জেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রাটির জন্য দিনাজপুরে ভ্যানু করা হয়েছে।
অপরদিকে জেলা বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মরহুম সামসুজ্জামান চৌধুরী খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের তিন ছেলে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহম্মেদ, সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সহসভাপতি হাসিব উদ্দীন আহাম্মদ হাশিম, সাধারণ সম্পাদক মহিউদ্দীন মণ্ডল বকুলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।