লুটেরাদের হাতে জিম্মি দেশ : গণতন্ত্র মঞ্চ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/16/gono.jpg)
সিন্ডিকেট ও দুর্নীতিবাজ মাফিয়ারা এই সরকারকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। দলটির নেতাদের দাবি, ভোটবিহীন সরকারের সঙ্গে লুটেরা মাফিয়াদের অশুভ আঁতাত সম্ভাবনায় দেশ ও জনগণকে জিম্মি করে ফেলেছে। এ সময় তারা ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরসহ জেলা পর্যায়ে পদযাত্রা সফল করার আহ্বান জানান।
আজ রোববার (১৬ জুলাই) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা বলেন, মুনাফাখোর সিন্ডিকেট ও কোনো লুটেরা মাফিয়া গোষ্ঠী এই অবৈধ ভোট ডাকাত দুর্নীতিবাজ সরকারকে আর রক্ষা করতে পারবে না। গরিব, শ্রমজীবী মেহনতি ও স্বল্প আয়ের কোটি কোটি সাধারণ মানুষকে পথে বসিয়ে দেশকে লুটেরা আর মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার।
‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে একটি শ্রেণি দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তুলেছে’ উল্লেখ করে নেতারা বলেন, ‘জবাবদিহিহীন ফ্যাসিবাদী ব্যবস্থা চালু থাকলে দুর্বৃত্তদের সুবিধা হয়। এই জন্য সরকারের সঙ্গে তাদের এক অশুভ মেলবন্ধন গড়ে উঠেছে।’
‘এই রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তরা একটা বিপুল সম্ভাবনাময় দেশ ও জনগোষ্ঠীকে রীতিমতো জিম্মি করে ফেলেছে’ উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ এদের কবল থেকে দেশ ও জনগণকে রক্ষায় চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।