নারায়ণগঞ্জে যুবদলের তারুণ্যের সমাবেশের প্রচারপত্র বিলি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/17/narayangaj_bnp_news_pic_1.jpg)
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে আগামী ২২ জুলাই নয়াপল্টনে সর্বশেষ তারুণ্যের সমাবেশ উপলক্ষে প্রচারপত্র বিলি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আজ সোমবার (১৬ জুলাই) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল সড়কের সামনে থেকে প্রচারপত্র বিলি শুরু করে জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্ব সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (ঢাকা বিভাগ ) রেজাউল করিম পল। এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী ২২ জুলাই তারুণ্যের সমাবেশে বিপুল নেতাকর্মীর সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বড় বড় চোর বাটপারের সঙ্গে মিটিং করেছে। যারা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে। দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে। যারা এই ব্যাংক লুটপাট করার সঙ্গে জড়িত তাদের নিয়ে শেখ হাসিনা একত্রিত হয়েছে আবার ক্ষমতায় আসার জন্য। বাংলাদেশের লাখ লাখ যুবক শহীদ হয়ে যাবে তবু এই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না, হেতে দেওয়া হবে না।