হিরো আলমের ওপর হামলায় আরও দুজন গ্রেপ্তার
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রায় শেষ সময়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বুধবার (১৯ জুলাই) রাতে বনানী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার মানিক গাজী ও আল আমিন দুজনই হিরো আলমকে মারধর করেছেন। ভিডিও ফুটেজে আমরা সেই প্রমাণ পেয়েছি।’
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘হিরো আলমের ওপর হামলার এক পর্যায়ে তাঁর কোমর ধরে রেখেছিলেন মানিক, মারধর করেছেন আল আমিন। তাদের দুজনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে। আমরা জেনেছি, এ ঘটনায় আরও অনেকে জড়িত ছিলেন। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এ নিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাঁদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।