অসুস্থ বরগুনার জেলা প্রশাসক, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
বরগুনার বিদায়ী জেলা প্রশাসক হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, অফিসিয়াল কিছু কাজ শেষে স্বাভাবিক সময়ের মতো পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘুমাতে যান জেলা প্রশাসক হাবিবুর রহমান। ঘুম না আসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ সেবন করেন। সকালে তাঁর শরীরের অবস্থার অবনতি হলে বাংলো থেকে জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ফোন করা হয়। শুক্রবার সকাল ৮ টার দিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ হোসেন বাংলোতে এসে চিকিৎসা দেন।
এ বিষয়ে ডা. মো. ফরহাদ হোসেন জানান, জেলা প্রশাসক ডায়াবেটিকসহ কিডনিরোগে ভুগছিলেন। পাশাপাশি কাজের চাপে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ চিকিৎসা পেলে দ্রতই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন তিনি।
চলতি জুলাই মাসের ৯ তারিখ জেলা প্রশাসক হাবিবুর রহমানকে বদলি করা হয়। আগামী ২৪ জুলাই নতুন জেলা প্রশাসকের নিকট তার দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।