ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ শনিবার (২২ জুলাই) দিনগত রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এদিকে, বাস দুর্ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা চিকিৎসা নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।
আহত বাকি দুজন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাস দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও রোববার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
পুলিশ সুপার বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা কেউই মামলা করতে আগ্রহী না। তবে, আরও কিছু সময় অপেক্ষার পরেও কেউ মামলা না করলে পুলিশ বাদী হবে।’
এদিকে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।